Wednesday, September 17, 2025

ছাত্রদলের হামলায় আহত শিবির সভাপতিকে দেখতে গেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

আরও পড়ুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছাত্রশিবির নেতা মিশকাতুল ইসলামের খোঁজখবর নিতে তার বাসায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক মোহাম্মদ জুবাইরুল আলম মানিক।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চাতরী গ্রামে আহত আনোয়ারা সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি মিশকাতুল ইসলামের বাড়িতে উপস্থিত হয়ে তিনি সহমর্মিতা প্রকাশ করেন।

এসময় জুবাইরুল আলম মানিক বলেন, ‌‌‘জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সবাই মজলুম ছিল। তাই ভবিষ্যতে যেন কেউ জালিমে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় সহাবস্থান নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আনোয়ারায় ছাত্রশিবির নেতার ওপর হামলা একটি নিন্দনীয় ও লজ্জাজনক ঘটনা। রাজনীতির স্বচ্ছতা ও সৌন্দর্যের জন্য প্রতিটি দলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা জরুরি।’

আরও পড়ুনঃ  হেফাজত আমীরের যে বক্তব্যের নিন্দা জানাল জামায়াত?

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি আনোয়ারা উপজেলার সংগঠক লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ, দেলোয়ার হোসাইন, সৈয়্যদ মামুনুর রশিদ, শাফি আউয়াল, সাজ্জাদ হোসেন, বোরহান উদ্দীন, সাঈদ আহমদ, আলভী, তৌহিদুল ইসলাম, শাকিল, মোহাম্মদ নুর, রাফসান তালুকদার ও ফাহিম শাহরিয়ার প্রমুখ।

উল্লেখ্য, বুধবার (১০ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী হোসেন ও কলেজ শিবির সভাপতি মিশকাতুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ