Wednesday, September 17, 2025

বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হ*ত্যা

আরও পড়ুন

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদককে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের কুইজবাড়ি বাজারে এ ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ।

নিহত ৪২ বছর বয়সী লিলি আক্তার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান উত্তমের স্ত্রী। স্থানীয় বিএনপির এই নেতার এলাকায় একটি বেকারি রয়েছে।

এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে পুলিশ ও স্থানীয়রা বলেছেন।

আরও পড়ুনঃ  সাঈদীর বিচার প্রসঙ্গ টেনে আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন মাহমুদুর রহমান

প্রত্যক্ষদর্শীদের বরাতে ঘটনার বর্ণনায় হাসপাতালে নিহতের স্বামী আনিছুর বলেন, ৪-৫ জন মুখোশধারী ব্যক্তি তার খোঁজে বাড়িতে এসেছিলেন। তাকে না পেয়ে তার স্ত্রী লিলিকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত লিলিকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ওই মুখোশধারী কারা হতে পারেন সে বিষয়ে তিনি বুঝে উঠতে পারছেন না।

ওসি তানভীর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ