Wednesday, September 17, 2025

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ১২ নেতাকর্মী গ্রেপ্তার

আরও পড়ুন

রাজধানীর দারুস সালাম এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র ও  মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তাররা হলেন নাটোর জেলার বড় বড়াইগ্রামের যুবলীগের সক্রিয় সদস্য আল আমিন (৩২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য আক্কাস মিয়া (৫২),  চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সোহাগ মাঝি (৩৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য নেছার মিয়া (৪৮), ইউসুফ আলী (৪৮), ফারুক হোসেন (৪৭), মকবুল মৃধা (৫৪), মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), এমদাদুল হক (৩৭) ও আব্দুল আলীম (২২)।

আরও পড়ুনঃ  চাকসুতে শিবিরের বিরুদ্ধে ‘মহাজোট’-এর গুঞ্জন,যা বলছে সংগঠনগুলো

তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ১২ জনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকর্মী বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এ রকম সংবাদ পাওয়ার পর থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে ১২ জনকে আটক করতে সক্ষম হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ১২ জন এবং ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ