Wednesday, September 17, 2025

এক ফোটা বীর্জ তৈরি হতে কত ফোটা রক্ত লাগে আপনি জানলে অবাক হবেন

আরও পড়ুন

ইসলামি আলোচনা: এক ফোঁটা বীর্য তৈরিতে ৪০ ফোঁটা রক্তের উপমা

ইসলামী গ্রন্থ ও হাদীসের আলোচনায় এসেছে— “মানুষের এক ফোঁটা বীর্য তৈরি হতে প্রায় ৪০ ফোঁটা রক্ত লাগে।”

তবে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। মানবদেহে যে খাদ্য গ্রহণ করা হয়, তা হজম হয়ে রক্তে মিশে যায়। রক্তের পুষ্টি উপাদান থেকেই নানা প্রক্রিয়ার মাধ্যমে পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণু তৈরি হয়। অর্থাৎ, বীর্যের উৎপাদন সরাসরি রক্তের পুষ্টি থেকেই ঘটে।

আরও পড়ুনঃ  পালানোর সময় আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

বিশেষজ্ঞরা জানান, “৪০ ফোঁটা রক্ত থেকে ১ ফোঁটা বীর্য” কথাটি সংখ্যাগতভাবে চিকিৎসাবিজ্ঞানের সরাসরি তথ্য নয়। বরং এটি প্রাচীন ইসলামি চিকিৎসা ও উপদেশমূলক বর্ণনার অংশ। এর মূল উদ্দেশ্য হলো—
👉 মানুষ যেন উপলব্ধি করে তার অস্তিত্ব কত মূল্যবান, অথচ আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তুচ্ছ এক ফোঁটা থেকে।
👉 অহংকার না করে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিনয়ী হওয়া।

ধর্মবিশারদদের মতে, এই বর্ণনা মানুষকে তার সৃষ্টির সূচনা ও সীমাবদ্ধতা স্মরণ করিয়ে দেয়, যাতে সে সর্বদা কৃতজ্ঞ ও আল্লাহভীরু হয়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ