Wednesday, September 17, 2025

জাকসু নির্বাচন চরম হুমকির মুখে: শিবির সমর্থিত প্যানেল

আরও পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন চরম হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছে শিবির সমর্থিত প্যানেল।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে এক তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন অফিসে অবাঞ্ছিত ব্যক্তিদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।’

এর আগে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভিকে নির্বাচন কমিশনের ভেতরের একটি কক্ষে প্রবেশ করতে দেখা যায়।

আরও পড়ুনঃ  বিজয়ী হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যা বললেন নারী এজিএস মেঘলা

এ সময় ব্যালট বক্স নিয়ে যাওয়া হলে সেটির পিছু নেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রোজেন (৪০ ব্যাচ)। ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক ভিডিও ধারণ করলে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দেন রোজেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন প্রার্থী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, এ ধরনের ঘটনা নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ